শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২১, ২০:২৮

শ্রেয়া ঘোষাল ও তার স্বামী

ভারতের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী শ্রেয়া ঘোষালের ভক্তদের জন্য এল আনন্দের খবর। এই সুকণ্ঠী প্রথম বারের মতো মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর শেয়ার করেছেন শ্রেয়া ঘোষাল নিজেই। 

নিজের বেবি বাম্পের একটি ছবি ইনস্টাগ্রামে যুক্ত করে শ্রেয়া লিখেছেন, তিনি ও শিলাদিত্য এই খবর ভাগাভাগি করতে পেরে বেশ রোমাঞ্চিত। জীবনের নতুন অধ্যায় শুরুর আগে তাই ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করেছেন শ্রেয়া। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বাঙালি ঐতিহ্যিক আয়োজনে শৈশবের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। বিয়ের আগে প্রায় ১০ বছর প্রেম করেন তাঁরা। হিন্দি চলচ্চিত্রের গানের অন্যতম প্রিয় মুখ শ্রেয়া ঘোষাল। অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে। হিন্দির পাশাপাশি কন্নড়, তামিল ও তেলেগু ভাষার সিনেমাতেও গান করেন এই সুন্দরী গায়িকা।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top