ফের আলোচনায় তনুশ্রী

নিউস ফ্লাশ৭১ | প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ২০:৪৬

ছবি ; সংগৃহিত

সেই ২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ ছবিতে ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধে বলিউডে ঝড় তুলেছিলেন বাঙালি কন্যা তনুশ্রী দত্ত। এ ছবির টাইটেল সং কোটি মানুষের হৃদয়ে শিহরণ জাগিয়েছিল। সে সময় তরুণ প্রজন্মের মুখে মুখে উচ্চারণ হতো সাবেক ‘মিস ইন্ডিয়া’ তনুশ্রীর নাম। বেশ কয়েকটি সুপারহিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে

কিন্তু একসময় চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেন। ২০১৮ সালে বলিউডে মি টু আন্দোলনে অগ্রজের ভূমিকা পালন করে আলোচনায় আসেন। পরে থিতু হন যুক্তরাষ্ট্রে। সেই তনুশ্রী আবার আলোচনায়। মুটিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ঘাম ঝরিয়ে, ওজন কমিয়ে ফের আবেদনময় লুকে হাজির হয়েছেন সাবেক এ চিত্রনায়িকা। তবে কি ফের বলিউডে ফিরছেন, এমন জল্পনাও চলছে বি-টাউনে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তনুশ্রী দত্ত, সেখানে তাঁকে নবরূপে দেখা যাচ্ছে। দৃঢ়চিত্ত তনুশ্রী মাত্র ১৮ মাসে ১৮ কেজি ওজন কমিয়েছেন। আর এই ফিটনেসের জন্য তাঁকে কম কাঠখড় পোহাতে হয়নি। তনুশ্রীর ভাষ্যে, ‘মানুষ মনে করছে, এটা হঠাৎ হয়েছে; কিছুই হঠাৎ করে হয় না। সেই ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ওজন কমানোর জন্য কাজ করছি এবং গভীর মনোযোগ আর আত্মোৎসর্গে ১৮ মাসে ১৮ কেজি ওজন কমিয়েছি।’

তনুশ্রীকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১০ সালে, ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে। ফের বলিউডে ফিরবেন এ ডিভা, প্রত্যাশা তনুশ্রীপ্রেমীদের।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top