করোনায় আক্রান্ত নিক্কি

নিউস ফ্লাশ৭১ | প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ২০:৩৭

নিক্কি তামবলি

সুপারস্টার সালমান খান সঞ্চালিত ভারতের জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৪তম মৌসুমের চূড়ান্ত পর্বে ওঠা প্রতিযোগী নিক্কি তামবলি করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি এখন নিভৃতবাসে রয়েছেন এবং বিএমসির করোনা-কানুন মেনে চলছেন। মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং বেশ কয়েক জন তারকা করোনায় আক্রান্ত হয়েছেন।নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসার খবর জানান তিনি। বলেন, তিনি সেলফ-কোয়ারেন্টিনে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। সেইসঙ্গে ভক্তদের নিরাপদে থাকতে ও মাস্ক পরারও অনুরোধ জানান এ সুন্দরী। ভক্তরা নিক্কি তামবলির দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top