অবস্থা স্থিতিশীল, এখনো আইসিইউতে কবরী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ২০:১৫

অবস্থা স্থিতিশীল, এখনো আইসিইউতে কবরী

এক সপ্তাহ পার হয়ে গেছে, এখনো শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিক সারাহ বেগম কবরী।

তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ছেলে শাকের চিশতী। অবস্থার উন্নতি হলে ‘সারেং বউ’ খ্যাত নায়িকাকে শিগগিরই সাধারণ কেবিনে নেওয়া হবে জানান তিনি।

গত ৫ এপ্রিল কবরীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন রাতেই তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭ এপ্রিল (বুধবার) গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়ার তাগিদ দেন।

কিন্তু করোনা রোগীর অতিরিক্ত চাপ থাকায় অনেক চেষ্টা করেও কুর্মিটোলা হাসপাতালে কোনো আইসিইউ বেড খালি পাওয়া যাচ্ছিল না। ৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুর পর্যন্তও কোনো ব্যবস্থা না হওয়ায় কবরীকে শেষমেশ রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করা হয়। গত ৮ দিন ধরে সেখানেই তিনি চিকিৎসাধীন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top