চাঁদনী ফিরলেন ‘অসমাপ্ত চা’ নিয়ে
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ২০:২৫
মূলত নাচের মানুষ হলেও একই সাথে একজন অভিনেত্রীও মেহবুবা মাহনূর চাঁদনী। বেশ কিছু নাটক ও চলচ্চিত্রে অভিনয়ও করেছেন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত এই অভিনেত্রী। প্রায় পাঁচ বছর পর আবারো অভিনয়ে ফিরলেন তিনি, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে।
‘অসমাপ্ত চা’ চলচ্চিত্রের গল্প একক চরিত্র নিয়ে গড়ে উঠেছে। মৌসুমী আচার্য্য এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। নিউয়েরা ফিকশনের নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করা নিয়ে চাঁদনী বলেন — "এই গল্পে একটি বিষয় সবচেয়ে বেশি ভালো লেগেছে, তা হলো—অসমাপ্ত চা মানে মানুষের জীবনে আসলে কোনোকিছুই পরিপূর্ণতা পায় না। যাকে একটি চায়ের মাধ্যমে বোঝানো হয়েছে। জীবনের সবকিছুর মোড় ঘুরে যায় যে কোনো সময়, অসমাপ্তই থেকে যায় সব। এই পাওয়া না পাওয়ার দোলাচলই আমাকে এই প্রযোজনার প্রতি আগ্রহী করে তুলেছে।"
নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, "সংলাপ বিহীন একক চরিত্রে গল্প বলার চ্যালেঞ্জ নিয়েছি। আমাদের এই জীবনের বেশির ভাগ চাওয়া পাওয়াই অসম্পূর্ণ থেকে যায়। কতজনই বা পেরেছেন তার জীবনের সব কাজ সমাপ্ত করতে! ‘অসমাপ্ত চা’ এমনই একটা উদাহরণ মাত্র। আর চাঁদনী অনেকদিন পর অভিনয়ে ফিরলেন। তার দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই।"
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মেহবুবা মাহনূর চাঁদনী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।