লাকী আখন্দের মৃত্যুবার্ষিকী আজ
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ১৭:৩০
                                        প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখন্দ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২১ এপ্রিল দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। আজও তার গান বাজে শ্রোতাদের মুখে মুখে, বিরহী বা অভিমানী প্রেমিকের অন্তরে অন্তরে।
দীর্ঘ সংগীত জীবনে গুণী এ শিল্পী অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন, কখনো কণ্ঠে কখনো বা সুর দিয়ে। কখনো বাজিমাত করেছেন গান লিখে। নিজের গাওয়া গানগুলোর মধ্যে ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘আমায় ডেকো না’, ‘মামনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘হৃদয় আমার’ গানগুলোর অন্যতম।
মাত্র ১৪ বছর বয়সেই এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সংগীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ বেতারের পরিচালক (সংগীত) হিসেবে কর্মরত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লাকী আখন্দ

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।