শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

দীপংকর দীপনের সাইবার থ্রিলারে সিয়াম

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২১, ২০:৩৩

দীপংকর দীপনের সাইবার থ্রিলারে সিয়াম

বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। আইসিটি বিভিাগের উদ্যোগে সাইবার সচেতনতা নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করবেন দীপংকর দীপন।

চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে সিয়ামকে নিয়ে কানাঘুষা চলছিলো আগে থেকেই। অবশেষে সেটাই সত্যি হলো। ৭ জুন সন্ধ্যায় এই চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের অফিসে সিয়াম আহদেমের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ও বিশ্ববাসীর কাছে ডিজিটাল বাংলাদেশের রূপান্তর ও সাফল্য তুলে ধরার পাশাপাশি সবার জন্য বিনোদনধর্মী হিসাবে সফল হ্বার প্রত্যয় নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে বলে জানান পরিচালক দীপন।

দীপন আরও জানান, পর্যায়ক্রমে চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রের সাথে খুব শিগগিরই চুক্তি স্বাক্ষরিত হবে। গল্পের প্রয়োজনে দেশের বাইরেও চলচ্চিত্রটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ করা হবে। তবে কোভিড পরিস্থিতির কারণে এখনই বলা যাচ্ছে না কোন দেশে শুটিংয়ের কাজ চলবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top