১৭৫ কোটির বাড়ি কিনলেন জ্যাকলিন
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২১ জুন ২০২১, ২১:১৮
![১৭৫ কোটির বাড়ি কিনলেন জ্যাকলিন](https://www.newsflash71.com/uploads/shares/2021/jacqueline-2021-06-21-13-18-14.jpg)
সেখানে বলা হয়েছে, নতুন প্রেমে পড়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। কাজের ক্লান্তি তো রয়েছেই সেইসঙ্গে নতুন ভালবাসার মানুষের সঙ্গে দূরত্ব সইতে না পেরে প্রেমিকের সঙ্গে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।
সেই ভাবনাতেই নাকি সম্প্রতি ১৭৫ কোটি টাকা ব্যায়ে সমুদ্রের একদম সামনে বিলাসবহুল একটি বাড়ি কিনেছেন। জানা গেছে, নতুন বাড়ি খোঁজা এবং কেনার সময়ও নাকি জ্যাকলিনের সঙ্গে ভিডিও কলে মজে থাকতেন তার প্রেমিক। এই দূরত্ব এবার মুছতে চলেছে। খুব শিগগিরই জুহুর নতুন বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করবেন ২ জন।
জ্যাকলিনের প্রেম নিয়ে বলিউডে কানাঘুষো চলতেই থাকে। তবে নায়িকা এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। নিজের ব্যক্তিগত জীবনকে আগাগোড়াই আড়ালে রেখেছেন তিনি। পরিচালক সাজিদ খানের সঙ্গে প্রেম ভাঙার পরে তাকে নিয়ে নতুন কোনো সম্পর্কের গুঞ্জন আর শোনা যায়নি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: জ্যাকলিন ফার্নান্ডেজ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।