মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

চব্বিশতম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৩ জুন ২০২১, ২০:১৭

চব্বিশতম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি

ঘুরে দাঁড়ানোর সংকেত দিয়ে চব্বিশতম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হল। রোববার (২০ জুন) বিশ্বের ১১৩টি দেশ ও অঞ্চল থেকে মোট ৪ হাজার ৪৪৩টি চলচ্চিত্র এই উৎসবে জমা পড়েছে। এর মধ্যে থেকে প্রদর্শিত হয়েছে ৬২টি দেশের ৪০৫টি চলচ্চিত্র।

সেরা ফিচার ফিল্ম বিভাগে চীনা চলচ্চিত্র ‘মনচুরিয়ান টাইগার’ পেয়েছে গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড। মালয়েশিয়ার চলচ্চিত্র ‘বার্বারিয়ান ইনভেইসন’ পেয়েছে জুরি গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড। এ ছাড়া সেরা স্ক্রিনপ্লে, সেরা সিনেমাটোগ্রাফি এবং অসামান্য শিল্পসম্মত সিনেমার পুরস্কার জিতে নিয়েছে রাশিয়ান চলচ্চিত্র ‘দ্য কনসায়েন্স’ ।

ইরানের সিনেমা ‘দ্য কনট্রারি রুট’ জিতেছে সেরা পরিচালক এবং সেরা অভিনেতার পুরস্কার। পোল্যান্ডের সিনেমা ‘অ্যামেটার্স’ এর ঘরে পুরস্কার এসেছে সেরা অভিনেত্রীর ক্যাটাগরি থেকে। সেরা ডকুমেন্টারি ফিল্মের পুরস্কার জিতেছে মেক্সিকান সিনেমা ‘সিসিফাস’। সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার পেয়েছে চেক প্রজাতন্ত্র, ফ্রান্স এবং পোল্যান্ডের যৌথ-প্রযোজনায় নির্মিত সিনেমা ‘ইভেন মাইস বিলং ইন হ্যাভেন’। শর্ট ফিল্ম বিভাগে পুরস্কার পেয়েছে চীনের চলচ্চিত্র ‘ডাবল হেলিক্স’।

চীনা চলচ্চিত্র পরিচালক নিং হাও বলেন, ‘সাংহাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ‌্যাল তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ ও সহযোগিতার দিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এ উৎসবে থেকে প্রচুর উপকৃত হয়েছি।’


এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top