জ্যোতির্বিদ্যা হিসাব
শুক্রবার ঈদুল ফিতর
জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১২ মে ২০২১, ০৮:৩৭
মঙ্গলবার (১১ মে) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে অমাবস্যা শেষে নতুন চাঁদের জন্ম হয়েছে। নতুন চাঁদ জন্মের প্রায় ২৩ ঘণ্টা পর তা দৃশ্যমান হয়। সে হিসাবে বুধবার (১২ মে) বিকালের দিকে চাঁদের আলোকিত অংশ দেখা যাবে।
তবে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে চাঁদও অস্ত যাবে। অর্থাৎ সেই পরিমাণ কৌণিক দূরত্ব এই চাঁদে নেই, যাতে সূর্যাস্তের পর আরও কিছু সময় চাঁদের আলোকিত অংশ দেখা যায়। এ কারণে বুধবার ১২মে বাংলাদেশসহ পৃথিবীর বেশিরভাগ স্থান থেকে সূর্যাস্তের পর চাঁদের আলোকিত অংশ দেখা যাবে না।
কেবলমাত্র মেক্সিকো এবং ল্যাটিন আমেরিকার কিছু দেশ থেকে সূর্যাস্তের পর নতুন চাঁদ দেখা যেতে পারে। অর্থাৎ বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ৩টার দিকে পৃথিবীর ভূখণ্ড থেকে নতুন চাঁদকে দেখা যাবে।
এ হিসাবে, বৃহস্পতিবার (১৩ মে) পহেলা শাওয়াল গণনা শুরু করবে সৌদি আরব, তুরস্ক এবং তাদের পদ্ধতি অনুসরণকারী দেশগুলো।
বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে স্থানীয়ভাবে চাঁদ দেখে হিজরি সাল গণনা করা হয়। তাই বৃহস্পতিবার ১৩ মে, চাঁদ দেখে শুক্রবার থেকে পহেলা শাওয়াল গণনা শুরু করার কথা ভারতীয় উপমহাদেশের দেশগুলোর।
উল্লেখ্য, মঙ্গলবার চাঁদ দেখা যায়নি বলে সৌদি আরবে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
এখন দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা সাপেক্ষে বাংলাদেশে আগামী ১৪ই মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।