তৃতীয় ডোজ নেওয়ার আহ্বান সেরামের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২১, ১৯:২৫

তৃতীয় ডোজ নেওয়ার আহ্বান সেরামের

করোনাভাইরাস প্রতিষেধক টিকার ‍দ্বিতীয় ডোজের পর তৃতীয় ডোজ নেয়ার আহবান জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালা।

তিনি জানিয়েছেন, কোভিশিল্ড টিকার দু'টি ডোজ নেওয়ার মধ্যে দুই মাস সময়ের পার্থক্য হওয়া উচিত এবং দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পর নেওয়া যেতে পারে তৃতীয় ডোজটি। তাই যারা করোনার দু'টি ডোজ নিয়েছেন তাদের কে ৬ মাস পরে টিকার বুস্টার ডোজ নেয়ার অনুরোধ জানান তিনি।

সাইরাস পুনাওয়ালা জানান, কোভিশিল্ড টিকা নেওয়ার কিছু সময় পরে অ্যান্টিবডির সংখ্যা কমলেও টিকা গ্রাহকের দেহে থাকে 'মেমোরি সেল'। তিনি আরো বলেন, ছয় মাস পরে অ্যান্টিবডি কমে যায় এবং তার জন্যই আমি তৃতীয় ডোজ নিয়েছি। সেরামের প্রায় ৭ থেকে ৮ হাজার কর্মীকেও দেওয়া হয়েছে করোনা টিকার তৃতীয় ডোজ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top