কারা কারা রক্ত দিতে পারবেন না

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২১, ০৪:২০

কারা কারা রক্ত দিতে পারবেন না

বলা হয়, রক্তদান মানে জীবন দান। কিন্তু চাইলেই আপনি রক্তদান করতে পারবেন না। রক্তদানের ক্ষেত্রে নিজের শারীরিক অবস্থা প্রধান বিবেচ্য।

এ জন্য প্রথমত আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। দ্বিতীয়ত ন্যূনতম ওজন হতে হবে ৪৫ কেজি। তৃতীয়ত শারীরিক তাপমাত্রা, রক্তচাপ ও নাড়ির গতি স্বাভাবিক মাত্রায় থাকতে হবে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ থাকতে হবে কমপক্ষে ৭৫ শতাংশ। এ সব ঠিক থাকলেই একমাত্র আপনি রক্ত দিতে পারবেন। কখনোই আপনি রক্ত দিতে পারবেন না।

কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে কিংবা বেশ কিছু স্বাস্থ্য সমস্যা আছে, এগুলোর মধ্যে যে কোনো একটিতে আপনি ভুগলে রক্তদান করতে পারবেন না। তা হল -

- ক্যানসার;
- হৃদরোগ;
- রক্তক্ষরণ জনিতে রোগ;
- অস্বাভাবিক ওজন কমে যাওয়া;
- ইনসুলিন নিয়ন্ত্রিত ডায়াবেটিস;
- হেপাটাইটিস-বি সংক্রমণ;
- ক্রনিং নেফরাইটিস;
- এইচআইভি/এইডস
- লিভার-এর রোগ;
- যক্ষা;
- পলিসাইথেমিয়া ভ্যারা;
- অ্যাজমা;
- মৃগী রোগ;
- লেপরোসী;
- সিজোফ্রোনিয়া;
- রিউম্যাটিক ফিভার;
- সিফিলিসের সংক্রমণ;
- এন্ডোক্রাইন ডিজঅর্ডারসমূহ;
- হেপাটাইসিস-সি।

এ ছাড়া আরো কিছু ক্ষেত্র রয়েছে যেখানে সাময়িক সময়ের জন্য রক্ত দেয়া নিষেধ থাকে। চলুন জেনে নেই কোন ক্ষেত্রে কত দিন পর্যন্ত রক্তদান করা যাবে না -

- অ্যাবরশন/সার্জারির ৬ মাস পর্যন্ত রক্তদান করা যাবে না।

- টাইফয়েড থেকে রোগমুক্তির পর ১২ মাস পর্যন্ত রক্তদান করা যাবে না।

- ট্যাটু মার্ক- ট্যাটু করানোর পর ৬ মাস রক্তদান করা যাবে না।

- সন্তান জন্মের পর ৬ থেকে ১২ মাস পর্যন্ত রক্তদান করা যাবে না।

- ইমুনাইজেশন (কলেরা, টাইফয়েড, ডিপথেরিয়া, টিটিনাস, পেগ, গামাগোবিউলিন)- ১৫ দিন পর্যন্ত রক্তদান করা যাবে না।

- দাঁত উঠানোর ২ সপ্তাহ পর্যন্ত রক্তদান করা যাবে না।

- চর্মরোগ (অ্যাকজিমা) থাকলে আরোগ্য লাভ না হওয়া পর্যন্ত রক্তদান করা যাবে না।

- নিষিদ্ধ ওষুধের প্রতি আসক্তি থাকলে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর রক্তদান করা যাবে।

- লোকাল ইনফেকশন/মাসিক/সাধারণ সর্দি জ্বর সেরে ওঠার পর রক্তদান করা যাবে।

- কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি করোনা নেগেটিভ বা সম্পূর্ণ সুস্থ হওয়ার ২৮ দিন পর রক্ত দিতে পারবেন।

- রক্তদাতা ৩ থেকে ৪ মাসে একবার রক্তদান করতে পারবেন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: রক্তদান


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top