বিশ্বে করোনার আক্রান্ত ছাড়াল ৬ কোটি ৯২ লাখ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ১৩:০৯

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহামারি করোনা ভাইরাস বিশ্বজুড়ে আবারও ভয়ংকর রূপ নিতে শুরু করেছে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি ৯২ লাখ। মারা গেছে ১৫ লাখ ৭৫ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৬ কোটি ৯২ লাখ ২৭ হাজার এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৬১২ জনের। আর সুস্থ হয়েছেন ৪ কোটি ৭৯ লাখ ৮২ হাজার ১৯ জন।

পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ১ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৪২ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৯৬ হাজার ৬৯৮ জনের।

২য় অবস্থানে ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৭ লাখ ৬২ হাজার ৩২৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৩৫ জনের।

৩য় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৬৭ লাখ ৩০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে এক লাখ ৭৯ হাজার ৩২ জনের।

৪র্থ অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত হয়েছে ২৫ লাখ ৪১ হাজার ১৯৯ জন। আর মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৭১৮ জনের।

৫ম অবস্থানে থাকা ফ্রান্সে আক্রান্ত হয়েছে ২৩ লাখ ২৪ হাজার ২১৬ জন। মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৬৪৮ জনের।

প্রসঙ্গত,২০১৯ এর ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে এ মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top