ফাইজারের টিকার বৈধতা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২১, ২৩:২৩

করোনাভাইরাস প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার জরুরি ব্যবহারের বৈধতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বার্তা সংস্থা এএফপি জানায়, ডব্লিউএইচও বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) টিকাটির বৈধতার অনুমোদন দেয়। এর ফলে বিশ্বজুড়ে ফাইজারের এ টিকার আমদানি ও বণ্টনের বিষয়টি দ্রুত অনুমোদনের পথ প্রশস্ত হলো।

ডব্লিউএইচও শীর্ষস্থানীয় কর্মকর্তা মারিয়াঞ্জেলা সিমাও বলেন, 'করোনার টিকার বৈশ্বিক প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এটি খুবই ইতিবাচক পদক্ষেপ'।

জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে এ টিকা উদ্ভাবন করেছে ফাইজার।

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত মাসের শুরুতে টিকাটির অনুমোদন দেয় এবং এক সপ্তাহের মধ্যে টিকা প্রয়োগ করা শুরু করেছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top