কেটে রাখা ফল কতক্ষণ বাইরে ভালো থাকে

নিশি রহমান | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩, ০৫:৩২

কেটে রাখা ফল

ফল শরীরের জন্য খুবই উপকারী। ফলে রয়েছে নানা পুষ্টিগুন। বিকেলে বা সকালে অনেকেই ফল খেয়ে থাকেন। অনেক সময় দেখা যায় ফল কেটে রেখে দেয় অনেকে। খেতে হয়ত ভুলে গেছে বা রয়ে গেছে। এই কেটে রাখা ফলই অনেকে আবার পরে খেয়ে নেন। কিন্তু জানেন কি, কতক্ষণ ভালো থাকে এই ফল? তাই  জেনে নেওয়া যাক,কাটা ফল স্বাভাবিক তাপমাত্রায় কতক্ষণ ভালো থাকে____

আরও পড়ুন>>> লাল নাকি সবুজ, কোন আপেল বেশি উপকারী

সকালে কেটে রাখা ফল বিকেলে খাবেন?

ফল বা শাক-সবজি অনেকক্ষণ কেটে রাখলে এর পুষ্টিগুন হারাতে শুরু করে। শুধু তাই নয় আপনি যখন ফেলে রাখা ফল খাবেন তখন আপনার শরীরেরও এর প্রভাব পড়তে পারে। যা ক্ষতিকর।

বেশিরভাগ সময় আস্ত বা তাজা ফল বাইরের রেখে দিলে এর পুষ্টিগুণের কোনো ক্ষতি হয় না। আবার দেখা যায় অনেক ফল এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে ভালো থাকে। তবে কেটে রাখা ফল ঘরের তাপমাত্রায় প্রায় ২ ঘন্টার জন্য ভালো থাকতে পারে।

কলা, আপেল বা পেয়ারার মতো ফল কেটে রেখে দিলে দেখবেন, আস্তে আস্তে বাদামি হয়ে আসে। এই ধরনের ফলে থাকা নানা উপাদানের কারণে এমনটা হতে পারে। আবার লেবু কেটে রেখে দিলে শুকিয়ে স্বাদ পরিবর্তন হয়ে যায়।

কাটা ফলের পুষ্টিগুণ কমতে থাকে, এই বিষয়টা আগেই জেনেছেন। এছাড়া, কেটে রাখা ফল যদি পচে যেতে শুরু করে বাইরে থেকে তা অনেক সময় বোঝা যায় না। খেয়ে ফেললে হতে পারে সমস্যা। যেমন: বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা ইত্যাদি। তাই ফল কাটলে ফেলে না রেখে সাথে সাথেই খেয়ে ফেলা উচিত।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top