বিশ্বে করোনায় মৃতের সংখ্যা প্রায় ২০ লাখ 

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২১, ০০:১৬

নিউজফ্ল্যাশ৭১
বিশ্বে বেড়েই চলছে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। যুক্তরাষ্ট্রে মিলেছে করোনার নতুন আরেক শক্তিশালী রূপ। বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯ কোটি ছাড়িয়েছে। সুস্থ হয়েছে ৬ কোটির অধিক মানুষ। মারা গেছেন প্রায় ২০ লাখ মানুষ। 
 
ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ২৮ লাখ ৫৯ হাজার ২৫৬ জন। মারা গেছেন ১৯ লাখ ৮৮ হাজার ৯২০ জন। সুস্থ হয়েছেন ৬ কোটি ৬৪ লাখ ৬ হাজার ৫৭৩ জন।
 
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৩৪৫ জন। মারা গেছে ৩ লাখ ৯৩ হাজার ৯২৮ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ৩৬ জন। 
 
আক্রান্তে ২য় ও মৃত্যুতে ৩য় অবস্থানে রয়েছে ভারত। ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লাখ ১২ হাজার ৮৩১ জন। মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৭৬৫জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৩ জন। 
 
আক্রান্তে ৩য় ও মৃত্যুতে ২য় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। আক্রান্তের সংখ্যা ৮২ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন। মারা গেছে ২ লাখ ৬ হাজার ৯ জন। সুস্থ হয়েছেন ৭২ লাখ ৭৭ হাজার ১৯৫ জন।
 
তালিকায় রাশিয়ার অবস্থান ৪র্থ, ফ্রান্স ৫ম, যুক্তরাজ্য ৬ষ্ঠ, ইতালি ৭ম, উচ্চ সংক্রমণ নিয়ে তুরস্ক ৮ম, স্পেন ৯ম, আর্জেন্টিনা ১০ম। বাংলাদেশের অবস্থান ২০তম। 
 
এনএফ৭১/জেএস/২০২১



পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top