ভারতে টিকাদান কর্মসূচি শুরু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২১, ১৯:৩৫
বহু অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। শনিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় এই কর্মসূচির উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রথম দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিষেধক কেন্দ্রগুলোকে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যবেক্ষণ করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিষেধক প্রয়োগের প্রক্রিয়ার সঙ্গে যুক্তদের এবং টিকা গ্রহণকারীদের সঙ্গেও কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। কলকাতার ৭ জন বিশিষ্ট চিকিৎসককেও প্রথম দিনের প্রতিষেধক নেওয়ার তালিকায় যুক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর। রাজ্যের প্রতিটি কেন্দ্রে থাকছে 'ওয়েব কাস্টিং' এর ব্যবস্থা।
জানা গেছে, প্রথম দফায় স্বাস্থ্যকর্মীসহ সামনের সারির তিন কোটি মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। ভারত নিজ দেশের নাগরিকদের সেরাম ইনস্টিটিউটের কেভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রয়োগ করবে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: ভারত করোনাভাইরাস টিকাদান কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্যকর্মী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।