ইতালিতে টিকা নিলেন ১০৮ বছরের বৃদ্ধা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২১, ২২:৪৩

ফাতিমা নাগরিনি

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে সোমবার (১৮ জানুয়ারি) ইতালিতে ভ্যাকসিন নিয়েছেন ১০৮ বছর বয়সী ফাতিমা নাগরিনি নামের এক বৃদ্ধা।

ঐ বৃদ্ধা যে বৃদ্ধাশ্রমে থাকে সেখান থেকে জানানো হয়েছে যে, কয়েক মাস আগেই তিনি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন।

মাত্তিও তেসারোলো নামের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, তিনি মিলানে আন্নি আজুরি সান ফস্তিনো কেয়ার হোমের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে সোমবার ভ্যাকসিন গ্রহণ করেছেন। কেয়ার হোমের সব অতিথি এবং স্টাফদের জন্য ভ্যাকসিন এসে পৌঁছানোর ঘটনাটি ছিল অত্যন্ত আনন্দময় একটি মুহূর্ত এবং এটি কেয়ার সেন্টারের অভ্যন্তরে আগের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রথম পদক্ষেপ।

প্রসঙ্গত, ইতালিতে গত ২৭ ডিসেম্বর থেকে প্রথমবারের মতো ভ্যাকসিনের কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যেই দেশটিতে ১০ লাখ ১৫ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সোমবার ৯০ বছর বয়সী সামি মোদিয়ানাও ভ্যাকসিন গ্রহণ করেছেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top