বিশ্বে করোনায় মৃত্যু ২২ লাখ ছাড়াল
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ২০:৫২
মহামারি করোনায় মৃত্যুর মিছিল যেন কোন ভাবেই কমছে না। ইতিমধ্যেই সারা বিশ্বে করোনায় মৃত্যু ২২ লাখ ছাড়িয়ে গেছে।
বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১২টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২০ লাখ ৪১ হাজার। আর মারা গেছেন ২২ লাখ এক হাজার ৪৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ২৯১ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ কোটি ৬৩ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃত ছাড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার।
তালিকায় আক্রান্তে ৩য় ও মৃত্যুতে ২য় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা ২ লাখ ২১ হাজারের বেশি। শনাক্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে।
আক্রান্তে ২য় অবস্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা এক লাখ ৫৪ হাজারের বেশি। দেশটিতে শনাক্তের সংখ্যা ১কোটি ৭ লাখ ছাড়িয়েছে।
মৃতের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা মেক্সিকোতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার। দেশটিতে শনাক্ত ১৮ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে মহামারি করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে। যা বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবলিওএইচও)।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।