করোনা টিকা নিলেন ডা. জাফরুল্লাহ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২১, ২১:৪০
করোনার টিকা ইস্যুতে বেশ সরব থাকলেও দেশব্যাপী কার্যক্রম শুরুর দিনে টিকা নিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
রোববার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে করোনার টিকা নেন এই চিকিৎসক।
টিকা নেয়ার পর প্রতিক্রিয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, টিকা নেন সবাই। কোনো ভয় নেই। সবাইকে বলবো এটা আপনার অধিকার। টিকা নেয়ার জন্য যার যেদিন সময় হবে নিয়ে নেবেন।
তিনি আরো বলেন, অনেকেই টিকা নিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী যদি আজকে টিকা নিতেন তাহলে মানুষ আরো বেশি সাহস পেত।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: করোনা টিকা ডা. জাফরুল্লাহ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।