’বেসরকারি হাসপাতালে টিকা দেওয়ার কোন সিদ্ধন্ত হয়নি’
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২১, ২১:০৮
বেসরকারি হাসপাতালে টিকা দেওয়ার বিষয়ে অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চমৎকার পরিবেশে টিকা দেয়া হচ্ছে। দেশে টিকা কার্যক্রমের দীর্ঘ অভিজ্ঞতার ফলে সুষ্ঠুভাবেই চলছে কোভিড টিকা কার্যক্রম। কোথাও কোনো সমস্যা হয়নি।
টিকা নিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগছে উল্লেখ করে স্বাস্থ্য সচিব বলেন, টিকার প্রাপ্তি নিয়ে কোনো সংশয় নেই। পরের চালান যথাসময়ে আসবে।
তিনি আরও বলেন, সাড়ে পাঁচ লাখ মানুষকে এরইমধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আজকের দিন হিসাব করলে ৬ লাখের বেশি হবে। টিকাদান কর্মসূচি ভালোভাবে করা যাচ্ছে শুধুমাত্র পূর্বের অভিজ্ঞার কারণে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।