করোনা পরিস্থিতি
বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়াল ১১ কোটি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ১৭:০৭
মহামারি করোনাভাইরাসকে কোন ভাবেই যেন দমানো যাচ্ছে না। দিন দিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। সর্বশেষ করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১১ কোটি। আর মৃত্যু ছাড়িয়েছে ২৪ লাখ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ২২ হাজার ১১১ জন দাঁড়িয়েছে। এতে মারা গেছেন ২৪ লাখ ২৮ হাজার ৩৫৮ জন আর সুস্থ হয়েছেন ৮ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার ৫৯৭ জন।
করোনার থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ৮১ হাজার ২২০ জন। মারা গেছেন ৪ লাখ ৯৯ হাজার ৯৯১ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার ৪১৮ জন।
তালিকায় ২য় অবস্থানে থাকা ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯ লাখ ৩৯ হাজার ১০৬ জন। মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৯৪৯ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৬ লাখ ৪২ হাজার ৯০৩ জন।
৩য় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ২১ হাজার ৯৮১ জন। মারা গেছেন ২ লাখ ৪০ হাজার ৯৮৩ জন। সুস্থ হয়েছেন ৮৮ লাখ ৮৩ হাজার ১৯১ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান ৪র্থ। যুক্তরাজ্য ৫ম। ফ্রান্স ৬ষ্ঠ। স্পেন ৭ম। ইতালি ৮ম। তুরস্ক ৯ম। জার্মানি ১০ম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।