করোনা পরিস্থিতি
সারাবিশ্বে মৃত্যু ছাড়াল সাড়ে ২৬ লাখ
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ১৭:২৩
মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলেছে। সারাবিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার ৮৩৮ জন। মারা গেছেন ২৬ লাখ ৫০ হাজার ৯৩১ জন। সুস্থ হয়েছেন ৯ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ৯৭২ জন।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ লাখ ৪৫ হাজার ৫৪৪ জন। শনাক্ত হয়েছে ২ কোটি ৯৯ লাখ ৯৩ হাজার ৪২৩ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ২০ লাখ ৩১ হাজার ২২০ জন।
করোনা শনাক্তের দিক থেকে ২য় ও মৃত্যুর দিক থেকে ৩য় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৩১৬ জন। মারা গেছেন ২ লাখ ৭৫ হাজার ২৭৬ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৯৮০ জন।
করোনাভাইরাস শনাক্তের দিক থেকে ৩য় ও মৃত্যুর দিক থেকে ২য় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৪৯১ জন। মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৪৮৩ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৯ লাখ ৭১ হাজার ৩৪৭ জন।
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রাশিয়ার অবস্থান ৪র্থ। আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৭০ হাজার ৬১৭ জন। মারা গেছেন ৯১ হাজার ২২০ জন। আর সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৭৩ হাজার ২৯ জন।
তালিকায় যুক্তরাজ্যে ৫ম, ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি দশম স্থানে রয়েছে। আর বাংলাদেশের অবস্থান ৩৩তম।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: করোনাভাইরাস যুক্তরাষ্ট্র ভারত রাশিয়া স্পেন ইতালি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।