করোনা পরিস্থিতি
মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ২৬ লাখ
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ১৭:৪০
সারাবিশ্বে মহামারি করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৪২ হাজার ৮৭ জন। আর মারা গেছে ২৬ লাখ ৫৯ হাজার ১১৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ১৩৯ জন।
ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যমতে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রন্ত হয়েছেন ৩ কোটি ৪৩ হাজার ৬৬২ জন। মারা গেছে ৫ লাখ ৪৬ হাজার ৬০৫ জন।
বিশ্বে আক্রান্ত বিবেচনায় ২য় স্থানে রয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ২৫০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭৭ হাজার ২১৬ জনের।
তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৬৪৪ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৪২ জনের।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর সারা বিশ্বে ছড়িয়েছে এ ভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।