করোনা পরিস্থিতি
মৃত্যু ২৬ লাখ ৬৫ হাজার ছাড়াল
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১৭:০৪
মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। সারাবিশ্বে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন প্রায় ১২ কোটি ৪ লাখ ৭ হাজার ৫৩০ জন মানুষ। মারা গেছেন ২৬ লাখ ৬৫ হাজার ১৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৯ কোটি ৬৯ লাখ ৫৬ হাজার ৩২৬ জন।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। শনাক্তের দিক থেকে ২য় অবস্থানে রয়েছে ব্রাজিল। ৩য় অবস্থানে রয়েছে ভারত।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। এরপর গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে ডব্লিউএইচও।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।