করোনা পরিস্থিতি

২৪ ঘণ্টায় ঝরল সাড়ে ৬ হাজারের বেশি প্রাণ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ১৯:৫৮

ছবি: সংগৃহীত

সারাবিশ্বে মহামারি করোনার তাণ্ডব যেন কোনোভাবেই থামছে না। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫৪৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৩২৭ জন।
সব মিলিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি ৭ লাখ ৬৬ হাজার ১৯ জন এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ লাখ ৭১ হাজার ৭৭৬ জন। সুস্থ হয়েছে ৯ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৮৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে ভারত। চতুর্থ স্থানে রয়েছে । যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।

এনএফ৭১/জেএস/২০২১রাশিয়া




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top