করোনা পরিস্থিতি

বিশ্বে মৃত্যু ২৭ লাখ ছুঁই ছুঁই

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ২০:০০

ফাইল ছবি

মহামারি করোনায় সারাবিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এ পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫ হাজার ৪৯৭ জনে। মারা গেছেন ২৬ লাখ ৯১ হাজার ৮৩২ জন। আর সুস্থ হয়েছেন ৯ কোটি ৮১ লাখ ৯৯ হাজার ৭৪৪ জন ।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২ লাখ ৯৪ হাজার ৭৯৮ জন। মারা গেছেন ৫ লাখ ৫০ হাজার ৬৪৯ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ২৭৫ জন।

আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় ২য় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৪৩১ জন। মারা গেছেন ২ লাখ ৮৫ হাজার ১৩৬ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ২ লাখ ৮৭ হাজার ৫৭ জন।

এদিকে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ৩য় স্থানে রয়েছে ভারত। আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৩০২ জন। মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ২৫০ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১০ লাখ ৬১ হাজার ১৭০ জন।

চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ১৮ হাজার ৪৩৬ জন। মারা গেছেন ৯৩ হাজার ৩৬৪ জন। সুস্থ হয়েছেন ৪০ লাখ ২৪ হাজার ৯৭৫ জন।

৫ম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৪২ লাখ ৭৪ হাজার ৫৭৯ জন। মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৮৩১ জন। আর ৩৫ লাখ ৬৮ হাজার ২৭১ জন সুস্থ হয়েছেন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় ফ্রান্স ৬ষ্ঠ, ইতালি ৭ম, স্পেন ৮ম, তুরস্ক ৯ম ও জার্মানি ১০ম স্থানে আছে। আর বাংলাদেশের অবস্থান ৩৩তম।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top