করোনা পরিস্থিতি

ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়ালো ৩ লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ২১:৫৩

ফাইল ছবি

মহামারি করোনায় বিশ্বের ক্ষতিগ্রস্ত দ্বিতীয় দেশ হিসেবে জায়গা পেল লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ছাড়াল ৩ লাখ। খবর এবিসি নিউজের।

বুধবার (২৩ মার্চ) ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৯ জনের মৃত্যু হয়। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ লাখ ৬৮৫ জন। মঙ্গলবার দেশটিতে রেকর্ড ৩ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছিল।

ওয়ার্ল্ডওমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী করোনায় সর্বোচ্চ ৫ লাখ ৫৮ হাজার ৪২২ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ৩য় সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার ৭২৬ জন মারা গেছে ভারতে। ১ লাখ ২৬ হাজার ৩৮২ জন মারা গেছে যুক্তরাজ্যে। ইতালিতে মৃতের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৩৩৯ জন। আর বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ২৭ লাখ ৫৬ হাজার ৭৬ জন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top