করোনা পরিস্থিতি

বিশ্বে মৃত্যু ২৮ লাখ ছুঁই ছুঁই

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ১৮:৪৮

ফাইল ছবি

সারাবিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ১৮ জন। মারা গেছেন ২৭ লাখ ৮৮ হাজার ৮১২ জন। সুস্থ হয়েছেন ১০ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৫৩৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী রোববার (২৮ মার্চ) সকাল পর্যন্ত, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯ লাখ ১৭ হাজার ১৩০ জন। মারা গেছেন ৫ লাখ ৬২ হাজার ১২ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৪৮ হাজার ৫০৪ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৯০ হাজার ৩৬২ জন। মারা গেছেন ৩ লাখ ১০ হাজার ৬৯৪ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৮ লাখ ৭৯ হাজার ৬২৭ জন।

তালিকায় ৩য় স্থানে রয়েছে ভারত। আক্রান্ত হয়েছে ১ কোটি ১৯ লাখ ৭১ হাজার ৪ জন। মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৫৮৬ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ২১ হাজার ৫৭৮ জন।

এরপর শনাক্তের দিক থেকে তালিকায় রয়েছে যথাক্রমে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, তুরস্ক ও জার্মানি। আর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৪তম।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top