সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

বাহুবলী’র তামান্না কোভিড-১৯ আক্রান্ত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০, ১৮:২৩

তামান্না ভাটিয়া (ছবি: সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক:

বাহুবলী ছবির তারকা অভিনেত্রী তামান্না ভাটিয়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুটিং অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তামান্নাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে।

বাহুবলী ছবির মাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই অভিনেত্রী বর্তমানে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

করোনার কারণে দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস বাড়িতে অবস্থান করেন তামান্না। সম্প্রতি একটি ওয়েব সিরিজের শুটিং শুরুর আগে নিজের ও মা–বাবার করোনা পরীক্ষা করিয়েছেন।

নিউজফ্ল্যাশ৭১
তামান্ন ভাটিয়া

তবে তামান্নার শারিরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে হাসপাতালটির নাম গোপন রাখা হয়েছে।

এর আগে দুই দফা পরীক্ষার ফল নেগেটিভ আসার পর শুটিং শুরু করেন তামান্না। এর আগে মা–বাবা করোনায় আক্রান্তের খবর বেরোনোয় করোনা পরীক্ষার সেই ফল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেন তিনি।

দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী তামান্না বাবা একজন হীরা ব্যবসায়ী। ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখার পর বাহুবলীতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top