বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নারীদের পছন্দ কি শুধুই ধনী ও সুদর্শন পুরুষ!

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ নভেম্বর ২০২০, ১৮:২৯

নিজস্ব প্রতিবেদক:

শীত মৌসুম এলেই বাংলাদেশে বিয়ে শাদির ঘটা পড়ে যায়। বিয়ের আগে অনেক গুরুত্ব পূর্ণ একটি বিষয় হল বর কনে বাছাই করা।

আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন তবে শুধু কেমন বউ চান তা না ভেবে, বর হতে আপনার কি গুণাবলি আছে তা একবার যাচাই করুন। পুরুষদের মধ্যে একটি ভুল ধারনা কাজ করে, তা হল মেয়েরা শুধু ধনী ও সুদর্শন ছেলেদের বর হিসাবে পছন্দ করে। তবে আসল কথা হল একজন পুরুষের শারীরিক সৌন্দর্যের থেকেও তার ব্যক্তিত্ব একজন নারীকে বেশি আকৃষ্ট করে। তাই এক জন বিবাহে ইচ্ছুক পুরুষের জানা থাকা দরকার কোন কোন বিষয়গুলো নারীর কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলে।

ধনী ও সুদর্শন ছেলে
আপনি হতে পারেন অনেক লম্বা ও সুদর্শন কিন্তু তবে আপনার পরনের পোশাকটি যদি হয় ময়লা তবে নারীর মনে আপনার জন্য নেতিবাচক চিন্তা ছারা আর কিছু আসবেনা। তাই একজন পুরুষকে সব সময় খেয়াল রাখতে হবে আপনি যা পরেছেন হক সেটা পুরানো কিন্তু তা জেন পরিষ্কার ও আয়রন করা হয়।

রুচিশীল ছেলে :
নারীরা সব সময় রুচিবান ছেলেদের পছন্দ করে। তারা সময় উপযোগী ফ্যাশন ও আধুনিক ডিজাইনের প্রতি কিছুটা দুর্বল। দামী কাপড় পরে নারীর সামনে যেতে হবে তেমন কোনও কথা নেই তবে পোশাকটি তার জন্য অবশ্যই মানানসই হতে হবে।

সেন্স অব হিউমার:
একজন নারীর কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হল পুরুষের সেন্স অব হিউমার। মেয়েরা বিচারবুদ্ধি সম্পন্ন রসবোধের বিষয়টিকে বেশ উপভোগ করে। তবে এমন কোন মজা না করি ভাল যা অন্য কাওকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়।

যত্নশীল ছেলে:
নারীরা সব সময় চায় যে নিজের রবটি তার প্রতি অনেক যত্নশীল থাকবে। এই ধরা যাক রাস্তা পারা পারের সময় বর আগে আগে হেটে না গিয়ে যত্ন সহ কারে তাকে নিয়ে পার হচ্ছে এমন কিছু। নারীর ইচ্ছা অনিচ্ছার মূল্য দেয়া। কিছু করার আগে বিষয় টি নিয়ে আলোচনা করা ইত্যাদি। মনে রাখতে হবে নারীরা গুরুত্ব পেতে ভালোবাসে।

যত্নশীল ছেলে:
প্রত্যেক নারীই তার নিজের প্রশংসা শুনতে পছন্দ করে। এই ধরুন একজন মেয়ে যদি কিছু রান্না করে তহলে অবশ্যই তার প্রশংসা করতে ভুলবেন না কারণ কষ্ট করে রান্না করার পর সে যখন তার জন্য প্রশংসা পায় তখন নিজের কষ্টটা আর থাকেনা।

সম্মান দেখানো:
আমাদের সমাজে অনেকেই নারীকে নিচু করে কথা বলে যা মোটেও উচিৎ না। কারণ নারী পুরুষ উভয়েরই সমান গুরুত্ব এবং সম্মান পাওয়ার অধিকার আছে। তাই যেসব ছেলে নারীদের সম্মান দেখায় এমন ছেলেদেরকেই বেশি পছন্দ করে।

এই বিষয় গুলো যদি একজন পুরুষ নিজের ভেতর লালন করে তবে, সে শুধু নারীদের চোখেই না পুরো সমাজের চোখেই একজন আদর্শ পুরুষ বলে বিবেচিত হবে। তাহলে আর দেরি কেন এখন থেকেই শুরু করে দিন আপনার মনের মত পাত্রীটি খোজা।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top