মামলার প্রতিবেদন চূড়ান্ত, আত্মহত্যা করেছেন ফারদিন : ডিবি

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৪৮

ফারদিন নূর পরশ

বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলার প্রায় দুই মাস পর চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে গোয়েন্দা পুলিশ। সোমবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার।

তিনি গণমাধ্যমকে বলেন, “স্পেনে বিতর্ক প্রতিযোগিতায় যাওয়ার বিমান ভাড়া সংগ্রহ করতে না পারা, ছোট দুই ভাইকে টিউশনি করে পড়াশোনার খরচ জোগানোয় সংগ্রাম করতে হওয়াসহ নানা কারণে হতাশা থেকে তিনি (ফারদিন) আত্মহত্যা করেন বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেছি।”

আরও পড়ুন: ঢাকার ৭ ফ্লাইওভারে পোস্টার অপসারণের নির্দেশ হাইকোর্টের

সাক্ষী হিসাবে মোট ১২ জনকে জিজ্ঞাসাবাদ করে ১৬১ ধারার জবানবন্দি নিয়ে খুনের আলামত না পাওয়ার কথা জানিয়ে এই চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা।

আগামী ১৪ ফেব্রুয়ারি আদালতে ডিবির এই প্রতিবেদন উঠবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top