মৃত্যুর আগে অনুভূতি কেমন হয়, জেনে নিন গবেষকরা কি বলছেন?

নিশি রহমান | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৩, ০২:২৯

প্রতীকী ছবি

একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তা আমরা সবাই জানি। জন্ম নেয়ার পর থেকেই আমরা একটু একটু করে মৃত্যুর দিকে অগ্রসর হই। কিন্তু মৃত্যুর ঠিক আগে বা পরে আমাদের কী হয়, তা আমাদের সবারই অজানা।

মৃত্যুর পর কী হবে তা বলা না গেলেও মৃত্যুর ঠিক আগে কী ঘটে, তা নাকি এখন বলা সম্ভব। সম্প্রতি কানাডার এক দল গবেষক এমনটাই দাবি করছেন। তাদের গবেষণাপত্র ‘ফ্রনটিয়ার ইন এজিং নিউরোসায়েন্স’-এ উঠে এসেছে এমনসব চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুন>>> স্বামী–স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সন্তানের কি কোন ঝুঁকি রয়েছে?

মৃত্যুর আগের মুহূর্তে মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কিত গবেষকরা বলেন, মানুষের মৃত্যুর ঠিক আগে সারা জীবনের যাবতীয় সঞ্চিত স্মৃতির এক ঝলক ভেসে ওঠে চোখের সামনে।

তবে কি মৃত্যুর আগের ৩০ সেকেন্ডে যাদের মানুষ ভালোবাসেন তাদের স্মৃতি ফুটে ওঠে? এ প্রশ্নের জবাবে গবেষকরা বলেন, এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা অসম্ভব। কারণ, প্রতিটি মানুষই স্বতন্ত্র চিন্তার অধিকারী।

তাই মৃত্যুর সময় মানুষ কী ভাবে, তা একান্তই ওই ব্যক্তি ও তার আশপাশের পরিবেশের ওপর নির্ভর করে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই মানুষ মৃত্যুর আগে তার সুখকর আর প্রিয় মানুষদের কথাই মনে করেন। দর্শনতত্ত্ব অনুযায়ী যদি আমরা মৃত্যুর আগে কোনো স্মৃতি প্রত্যক্ষ করি, সে ক্ষেত্রে খারাপ স্মৃতির থেকে ভালো স্মৃতিই আগে মনে পড়বে।

চিকিৎসাশাস্ত্রে, হৃদ্‌স্পন্দন থামার পর মস্তিষ্ক বিকল হলে সেই অবস্থাকে মৃত বলে আখ্যায়িত করা হয়। এ মৃত্যুর ঠিক আগমুহূর্তে কী ঘটে তা জানার জন্য ২০১৩ সালে আমেরিকার একদল গবেষক ইঁদুরের ওপর একটি গবেষণা করেন।

যেখানে গবেষকরা লক্ষ করেন, ইঁদুরের মৃত্যুর আগের ৩০ সেকেন্ডে কিছু অস্বাভাবিক ব্রেন ওয়েব। একই ধরনের অস্বাভাবিক ব্রেন ওয়েভ কানাডার গবেষকরাও মানুষের মধ্যে লক্ষ করেছেন। তাই মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সব জীবের ক্ষেত্রেই রহস্যজনক কিছু অনুভূতি কাজ করে, যা ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয় বলেও বিশেষজ্ঞরা মনে করেন।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top