• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


লাল গোলাপ কেন ভালোবাসার প্রতীক?

নিশি রহমান | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৩, ০১:২৭

লাল গোলাপ

ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসার দিন আসার প্রহর গণনার প্রথম দিনটিকে বলা হয় রোজ ডে। পৃথিবীর সব কটি দেশেই এই ভ্যালেন্টাইন দিবসটি পালন করার রেওয়াজ প্রচলিত রয়েছে। ভালোবাসার সম্পর্ক বা এর পরিধি অনেক বিশাল। যদিও প্রায়ই এ দিবসটিকে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সংকীর্ণ করে রাখা হয়।

আরও পড়ুন>>> মন খারাপে জীবনযাত্রায় যেসব পরিবর্তন জরু

কিন্তু ভালোবাসাটা শুধু প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার ভালোবাসা হতে পারে আপনার বাবা-মার প্রতি। কিংবা তা হতে পারে গুরুজনদের প্রতি, সন্তানের প্রতি, বন্ধুদের প্রতি। ভালোবাসার এই ধরন বিভিন্ন হলেও এর প্রকাশ আপনি করতে পারেন একটি লাল গোলাপ দিয়েই।

গোলাপ এক প্রকারের বহুবর্ষজীবী ফুলের গাছ। গোলাপের তিন শতাধিক প্রজাতি এবং কয়েক হাজার জাত রয়েছে। এটি এমন একধরনের গাছপালা গঠন করে, যা ডালপালা খাড়া করে উঠতে বা পেছনে যেতে পারে। ডালপালাগুলোর সঙ্গে প্রায়ই কাঁটা সজ্জিত থাকে। আকার, আকৃতি আর গঠনের বৈশিষ্ট্যের ভিত্তিতে গোলাপকে বলা হয় ‘ফুলের রানি’।

সাহিত্যিকরা মনে করেন, ফুল সুন্দর হওয়ার কারণেই এর ডালপালায় কাঁটা সজ্জিত থাকে। যাতে খুব সহজেই কেউ একে হাতের নাগালে না পায়। প্রকৃতিও চায় সবচেয়ে সুন্দর ফুলটিকে হাতে পেতে সৌন্দর্যপিপাসুর হাত থেকে ঝরে পড়ুক রক্তকণা। এ কারণেই গোলাপকে গভীরতম ভালোবাসার প্রতীকও বলা হয়ে থাকে।

বিভিন্ন রঙের গোলাপের  মধ্যে ভালোবাসার প্রতীক হিসেবে লাল গোলাপকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। এর প্রচলন ঘটেছে সেই প্রাচীনকাল থেকেই। রোমান যুগের মানুষও ভালোবাসার অঙ্গ হিসেবে গোলাপের ব্যবহার করে এসেছে।

একটি গোলাপ মানুষের ভালোবাসার গভীর অংশটিকে বোঝাতে সাহায্য করে। ভালোবাসার পাশাপাশি কৃতজ্ঞতা বোঝানোর জন্য দেওয়া যেতে পারে গোলাপি রঙের গোলাপ। সাহিত্য, চলচ্চিত্র বা আবেগের যেকোনো দৃষ্টিকোণ থেকেই হিসাব করুন না কেন, গোলাপের লাল রঙের সঙ্গেই তা মিলেমিশে একাকার হয়ে যায়।

যদিও অনেকেই মনে করেন, ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিন হতে পারে না। জীবনের প্রতিটি দিনই ভালোবাসার মানুষকে ভালোবাসা যায়। এই দৃষ্টিকোণটা সম্পূর্ণ ঠিক হলেও আমরা অনেক সময়ই আমাদের ভালোবাসার মানুষকে তা বলে বোঝাতে পারি না। এই অনুভূতি বলে বোঝানোর মতোও নয়।

তাই আজকের দিনটিকে একদম হাতছাড়া করবেন না। নিজের পছন্দের ও ভালোবাসার মানুষগুলোকে আপনার ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা বোঝাতে এই বিশেষ দিনটিতে দিতে পারেন একটি লাল গোলাপ।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top