চুলের আঠালো ভাব দূর করার সমাধান
নিশি রহমান | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:০৭
চুল আঠালো হয়ে যাওয়া, জট পাকা খুব বিরক্তিকর একটি ব্যাপার। এমন চুলে স্টাইল করা কঠিন। ঠিকঠাক সামলানোও যায় না। আবহাওয়ার স্যাঁতসেঁতে ভাবের জন্যও অনেক সময় চুল আঠালো হয়ে যায়। তা ছাড়া গরমে চুল বেঁধে রাখা, নিয়মিত হিজাব পরে বাইরে যাওয়া, চুলের যত্ন না নেওয়ার কারণেও আঠালো ও চিটচিটে ভাব হতে পারে। এতে অনেক সময় চুল গন্ধ হয়ে যায়। মাথার ত্বকে চুলকানিও হতে পারে। চুল আঠালো হয়ে গেলে প্রথমেই সবাই যে কমন ভুলটি করে তা হলো এই চিটচিটে ভাব দূর করতে ঘন ঘন শ্যাম্পু করেন। ফলে মাথার ত্বক হয়ে যায় শুষ্ক। যে কারণে আরো বেশি তেল নিঃসরণ হয়। সেই তেল চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যায়। ফের চুল তৈলাক্ত ও আঠালো হয়ে যায়। তবে একটু সচেতনতা আর যত্ন এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক চুলের আঠালো ভাব দূর করার কিছু নিয়ম____
আরও পড়ুন>>> যেসব খাবারে বয়স ৩০-৪০ এর পরও ত্বক থাকবে সতেজ
শ্যাম্পু নির্বাচন: চুল পরিষ্কার করতে শ্যাম্পু খুবই গুরুত্বপূর্ণ। তবে শ্যাম্পুতে যে সালফেট থাকে তা চুলকে আরো শুষ্ক করে দেয়। আর আরো তেল নিঃসরণ হয়। তাই শ্যাম্পু ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যে শ্যাম্পুতে যেন সালফেট না থাকে। সালফেটবিহীন শ্যাম্পু মাথার ত্বক পরিষ্কার করে এবং তেলের মাত্রার ভারসাম্য বজায় রেখে চুল সুস্থ রাখতে সহায়তা করে।
চুল উঁচু করে বাঁধা: চুল বেঁধে রাখলে চুলে ময়লা কম হয়। কারণ ময়লা হওয়ার কারণেই চুলে অনেক সময় তেল জমে। চুল মলিনও লাগে। তাই বাইরে গেলে উঁচু করে বেঁধে রাখতে পারেন।
চুলের প্রসাধনী ব্যবহারে সতর্কতা: চুল চিটচিটে হওয়ার সমস্যা দেখা দিলে খেয়াল রাখতে হবে যেন চুলে খুব কম হাত দেওয়া হয় এবং কম প্রসাধনী ব্যবহার করা উচিত। ব্যতিক্রমধর্মী প্রসাধনী ব্যবহার করলে তা মাথার ত্বকে জমে থেকে চুল চিটচিটে বেশি দেখা দেয়। তাই চিটচিটে ভাব দূর করতে যতটা সম্ভব এ ধরনের প্রসাধনী ব্যবহার এড়িয়ে চলা উচিত।
কিছু ঘরোয়া পদ্ধতি____
লেবুর রস: লেবুর রস চুলের আঠালো ভাব কমাতে দারুণ কার্যকরী। পরিমাণমতো ফোটানো পানির সঙ্গে দুটি লেবুর রস মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর চুল শুকিয়ে গেলে চুলে মেখে নিন মিশ্রণটি, কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি চুল ঝরঝরে করতে বেশ কাজ করে।
অ্যালোভেরা জেল ও লেবুর রস: চুলের যেকোনো সমস্যার জন্য অ্যালোভেরা জেল বেশ ভালো কাজ করে। এক-দুই টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস এবং এক কাপ পানি মিশিয়ে রেখে দিন। শ্যাম্পু করার পর মিশ্রণটি চুলে মেখে রেখে দিন কয়েক মিনিট, এরপর ধুয়ে ফেলুন।
অ্যাপল সিডার ভিনেগার: তিন-চার টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগারের সঙ্গে পরিমাণমতো পানি মিশিয়ে নিন। শ্যাম্পু দিয়ে তারপর মিশ্রণটি চুলে ভালোমতো লাগিয়ে নিন। কয়েক মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে বেশ উপকার পাওয়া যায়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।