মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

শখই গড়বে ক্যারিয়ার

আত্মউন্নয়নে ভূমিকা রাখে যে ৪ শখের কাজ

রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১৫:১৪

ছবি: সংগৃহীত

শখের দাম লাখ টাকা- এই প্রবাদ বাক্যেটি নিশ্চয়ই জানা আছে। এর মানে হচ্ছে, শখের কাজ অমূল্য হয়। এতে মানুষের ধ্যান- ধারণা, মন-প্রাণ যুক্ত থাকে। নিজের সেরাটা দিয়ে মানুষ শখের কাজ করে। জীবিকা নির্বাহের জন্য দৈনন্দিন নানা কাজ করলেও শখের কাজ করে শুধুমাত্র আত্মতৃপ্তির জন্যে।

সবারই শখ রয়েছে, তবে একেক জনের শখ একেক রকম। শখের কাজ করেই আমরা অবসরে মজার, আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং কিছুতে মেতে থাকতে পারি। আর আমাদের জীবনের বাড়তি উদ্দীপনা যোগ করতে শখের কাজের বিকল্প নেই। শখের কাজ আমাদের জীবনকে রঙিন করে তোলে, ব্যস্ত জীবনে কিছুটা স্বস্তি দেয়। এসব শখের কাজ আমাদের মনস্তাত্ত্বিক বিকাশেও ভূমিকা রাখে।

অনেকের শখ হচ্ছে নিত্যনতুন কিছু করা, আবার কারো শখ হচ্ছে প্রিয় কিছু জমানো কিংবা ছবি আঁকা বা ঘুরে বেড়ানোসহ আরো অনেককিছু। এমন অনেক কিছুই থাকে যা শখের বশে মানুষ করে। মূলত যা করে মানুষ আনন্দ পায় তাই শখের তালিকায় যুক্ত হয়। যা এক বা একাধিক হতে পারে। আপনার শখ কোনটি বা কোন কাজটি করে আপনি আনন্দ পাচ্ছেন, সেটি আপনাকে খুঁজে নিতে হবে।

কিছু মানুষ শখের কাজের মাধ্যমে আত্মউন্নয়নের পথ বেছে নেন। যে শখের কাজটি আত্মতৃপ্তি দিচ্ছে সেই কাজ দিয়েই আত্মউন্নয়নে মনোনিবেশ করেন। বিশেষজ্ঞরা জানান, শখের কাজ যখন আত্মউন্নয়নে ভূমিকা রাখে তখন সফলতার পথ সহজ হয়। অনেকেই বুঝে উঠতে পারছেন না কোন শখকে আপনি আত্মউন্নয়নের কাজে (ক্যারিয়ার) লাগাতে পারেন। এই আয়োজনে এমন কিছু শখের কথা জানাব যা আত্মউন্নয়নের চমৎকার ধারণা হতে পারে।

পেইন্টিংঃ

পেইন্টিং বা ছবি আঁকার শখ অনেকেরই থাকে। কিন্তু জানেন কি, এটি আত্মউন্নয়নের দারুণ সুযোগ করে দিতে পারে। বিশ্বজুড়ে পেইন্টিং একটি প্রতিষ্ঠিত শিল্প। এটি মানসিক স্বস্তি দিবে। কল্পনাশক্তিকে বৃদ্ধি করে। যারা পেইন্টিং করতে পছন্দ করেন তারা নিজেকে প্রতিভা কাজে লাগিয়ে অর্থ রোজগার করতে পারেন। কারণ পেইন্টিং করা যেমন শখের কাজ, তেমনি অনেক ধনীরাই চড়া মূল্যে পেইন্টিং কিনতেও পছন্দ করেন। তাই এই শখটি আপনার ভবিষ্যত উজ্জ্বল করতে পারে।

ফটোগ্রাফিঃ

প্রকৃতির সৌন্দর্য ফ্রেমবন্দী করতে চারপাশে ছুটে বেড়ানোই কী আপনার শখ। দারুণ সব ছবি তুলতে পারেন আপনি। তবে ফটোগ্রাফি শিল্পকে নিজের ক্যারিয়ার বানিয়ে নিন। ফটোগ্রাফিতে চারপাশের সৌন্দর্য ও খুঁটিনাটি বিষয়গুলোকে গভীরভাবে পর্যবেক্ষণে উৎসাহ দেয়। লেন্সের মাধ্যমে আমরা আলো-ছায়ার খেলা এবং এর সৌন্দর্য আরও গভীরভাবে উপলব্ধি করতে পারি, যা আমাদের ব্যক্তিগত জীবন পর্যবেক্ষণেও ভূমিকা রাখে। এই শখটি টাইম ক্যাপস্যুল হিসেবে কাজ করে। যার মাধ্যমে জীবনের অতৃপ্ত মুহূর্তগুলোকে ভুলে সামনে এগিয়ে যাওয়া সহজ হয়ে যায়। বর্তমান সময়ে ফটোগ্রাফির ব্যাপক চাহিদা রয়েছে। যা থেকে নিজির সুন্দর ভবিষ্যত গড়ে নিতে পারেন। এতে মানসিক শান্তিও পাওয়া যায়। বলা যায়, এই শখটি মানসিক বুস্টার হিসেবে কাজ করে।

রান্না করাঃ

রান্না আরেকটি অসাধারণ শখ। যারা নতুন নতুন রেসিপি রান্না করতে পছন্দ করেন, এটি তাদের জন্য আদর্শ। রান্না একটি পরীক্ষা-নিরীক্ষারও ব্যাপার। যেমন, রান্নার বিভিন্ন পদ নিয়ে এক্সপেরিমেন্ট চালানো (রান্নায় সৃজনশীলতা ও শৈল্পিকতা)। আপনি হয়তো একদিন নিজে নিজেই দারুণ একটি রেসিপি তৈরি করবেন এবং প্রিয়জনের জন্য সেটি রান্না করতে চাইবেন। দীর্ঘ ও ক্লান্তিকর দিনের পর বাসায় রান্না করা খাবার নতুন উদ্দীপনা সৃষ্টি করতে পারে। ডিজিটাল যুগে এই শখের কাজটি করে অনেকেই আত্মকর্মসংস্থান করেছেন। অনলাইনে ফুড ডেলিভারি দিচ্ছেন, রোজগার করছেন। শখের রান্না করে অনেকে গৃহিণীই এখন আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। আপনার যদি রান্না করতে ভালো লাগে, তাহলে এই শখটি উদযাপন করুন। রান্নার নতুন নতুন দিকগুলো উন্মোচন করুন। এমনকি এটিকে ক্যারিয়ার হিসেবেও বিবেচনা করতে পারেন।

বাগান করাঃ

প্রকৃতির কাছাকাছি থাকলে শরীর ও মন দুই ভালো থাকে। সেই ভালো লাগা থেকেই বাড়ির বারান্দা কিংবা ছাদের গাছের বাগান করেন অনেকে। গাছ লাগানো তাদের শখের কাজ। বাগান করা এমন একটি কাজ, যা আমাদের জীবনের প্রাণশক্তিকে আরও ভালোভাবে অনুধাবন করতে সহায়তা করে। বীজ রোপণ করা এবং সেগুলো সুন্দর গাছে পরিণত হতে দেখার সঙ্গে নিজেদের বৃদ্ধি এবং বিকাশের একটি রূপক মিল থাকে। যা দেখে আত্মতৃপ্তি পাওয়া যায়। বাগান করা ধৈর্য ও অধ্যবসায়ী মানসিকতার পরিচয় দেয়। আধুনিক জীবনের ব্যস্ততা ও ঝামেলার মাঝেও শখের বাগান গড়ে তুলেন। সেই বাগান থেকে সবজি ফল বিক্রির জন্যও রাখতে পারেন। অনেকেই তাজা ফল ও সবজির সন্ধানে থাকে। এমন ক্রেতাদের কাছে আপনি জনপ্রিয় হয়ে উঠবেন সহজেই।

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top