শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সৌদি’র কাছে অস্ত্র বিক্রি করে আন্তর্জাতিক আইন লংঘন করছে কানাডা

জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২১, ১৮:০৮

ইয়েমেন শরণার্থী ক্যাম্পে এক শিশু এবং কাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করা নিয়ে গেল কয়েক বছর ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে কানাডা। দেশটির বিরুদ্ধে এই সমালোচনা আরো বাড়িয়ে দিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি’ ইন্টারন্যাশনাল। সম্প্রতি এই সংস্থা এক রিপোর্ট প্রকাশ করে, যেখানে সৌদি আরবে অস্ত্র বিক্রির দায়ে কানাডার  বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লংঘনের অভিযোগ করা হয়।

১১ আগস্ট বুধবার, এক রিপোর্ট প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কানাডা। এতে সৌদি আরবে অস্ত্র সরবরাহের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে দয়ি করা হয়। বলা হয়, ২০১৯ সালে অস্ত্র বাণিজ্য চুক্তিতে অংশ নিয়ে তা লংঘন করছে ট্রুডো সরকার।

রিপোর্ট উল্লেখ করা হয়, উপসাগরীয় দেশটিতে অস্ত্র সরবরাহ করা হলেও সে অঙ্গীকার রক্ষা করছে না সৌদি আরব। বিশেষ করে, ইয়েমেনে যুদ্ধ লাগিয়ে আন্তর্জাতিক মানবাধিকার লংঘন করেছে সৌদ রাজবংশ পরিচালিত দেশটি। দারিদ্র পীড়িত ইয়েমেনে সৌদি আগ্রাসনের ফলে, গৃহহীন হয়ে পড়েছে শত শত স্থানীয় বাসিন্দা। ইয়েমেনের শরনার্থী ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছে ঘরবাড়ী হারানো এসব শরণার্থী।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top