সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৪

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১, ২২:৩৪

ফাইল ছবি- সিরিয়ায় ইসরাইলি হামলা

সিরিয়ায় ইসরাইলি ক্ষেপনাস্ত্র হামলায় মারা গেছে অন্তত ৪ বেসামরিক নাগরিক। শুক্রবার (২২ জানুয়ারি)ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের সবাই একই পরিবারের সদস্য।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, শুক্রবার ভোরের কিছু আগে সিরিয়ার হামার গভর্নরের ভবনসহ আরও কয়েকটি সরকারী স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। লেবাননের রাজধানী ত্রিপোলীর দিক থেকে ক্ষেপনাস্ত্র ছোঁড়া হয়। বেশিরভাগ ক্ষেপনাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করে সিরিয়ার সামরিক বাহিনী। সে সময় লেবাননের আকাশে উড়ছিল ইসরাইলি বিমান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেয়ার পর সিরিয়ায় এটি ছিল ইসরাইলের প্রথম হামলা। সিরিয়ায় হামলার পেছনে ইসরাইলের যুক্তি হলো, তেল আবিবের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাড়িয়েছে ইরান হিজবুল্লাহ।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top