বন্দীদের টিকা দেয়ার কাজ শুরু করছে ইসরাইল
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ২০:৩১
কারাগারে আটক বন্দীদের করোনা ভাইরাস টিকা দেয়ার কাজ শুরু করছে ইসরাইল। এর মধ্যে রয়েছে বন্দি ফিলিস্তিনিও। ইসরাইলি কারা কর্তৃপক্ষ জানায়, অচীরেই সব বন্দীদের ভ্যাকসিন দেয়ার কাজ শুরু করতে যাচ্ছে তারা।
ইসরাইলের জন নিরাপত্তা মন্ত্রী আমির ওহানা বলেন, টিকা দেয়া কর্মসূচীতে সবার শেষে পাবে ফিলিস্তিনি বন্দীরা। এদিকে ইসরাইলী এটর্নী জেনারেল আভিচাই মান্দেলব্লিট এক চিঠি লিখেন জন নিরাপত্তা মন্ত্রীর কাছে। সেখানে করোনা টিকা নিয়ে কোন দুর্নাম না করার আহবান জানান। ইসরাইলের কারাগারে আটক আছে ৪ হাজার ৪০০ ফিলিস্তিনি।
ইতোমধ্যে জনগনের মাঝে ২০ লাখ টিকা দেয়ার কাজ শেষ করেছে ইসরাইল। টিকা প্রাপ্তি ও বিতরণের ক্ষেত্রে প্রথম সারির দেশ হিসেবে এগিয়ে আছে দেশটি। তবে অধিকৃত ফিলিস্তিন ভূখন্ড পশ্চিম তীর ও গাজায় এখন করোনা টিকার প্রথম চালান নিশ্চিত করতে পারেনি ইসরাইল। ফলে কোভিড-১৯ বা করোনা মহামারীর আতংক থেকেই যাচ্ছে।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: ইসরাইল ফিলিস্তিন পশ্চিম তীর নাবলুস করোনা টিকা Israel Palestine West Bank Nablus Vaccine Corona Virus Covid-19
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।