হাজিদের পরিবহনে জেদ্দা-মক্কা চালু হচ্ছে এয়ার ট্যাক্সি
রায়হান রাজীব | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৪, ১৬:৪৮
বিশ্বের সকল মুসলিম দেশ থেকে প্রতি বছর হজ্জ করতে সৌদি আরবে যান হাজিরা। সেখানে তাদের যানবাহন হিসেবে বাস, মেট্রোরেল ব্যবহার করতে দেখা যায়। কিন্তু এবার হাজিদের যাতায়তের সময় বাচাঁতে ও যাতায়ত আরও স্বাচ্ছন্দ্য করে তুলতে সৌদি সরকার নামাতে যাচ্ছে এয়ার ট্যাক্সি। এই উড়ন্ত ট্যাক্সি জেদ্দা থেকে মক্কায় হাজিদের পরিবহন করবে।
মুসলিমদের পবিত্র স্থানে হজ ও ওমরাহ পালনকারীদের যাতায়াত সহজ করার জন্য এ বিমান পরিষেবা চালুর পরিকল্পনা করেছে সৌদি সরকার।
উড়ন্ত ট্যাক্সির পরিকল্পনাকে সামনে রেখে ১০০টি লিলিয়াম জেট কেনার চুক্তি করেছে সৌদি আরবের এয়ারলাইনস সাউদিয়া। জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান কিনবে সংস্থাটি।
সম্পাদনাঃ রাশেদ রাসেল
বিষয়: এয়ার ট্যাক্সি হাজী সৌদি আরব
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।