বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী ‘আয়েশা’ শনাক্ত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজের ফ্ল্যাটে মা ও মেয়েকে হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ‘গৃহকর্মী আয়েশা’ শনাক্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, তার প্রকৃত নাম ও স্বামীর তথ্যও জানা গেছে, তবে এখনও তাকে গ্রেফতার করা যায়নি।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, নিহত লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়া (১৫)কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। লায়লার শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার শরীরে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার চার দিন আগে লায়লা ওই গৃহকর্মীকে ভবনের নিরাপত্তাকর্মীর মাধ্যমে নিয়েছিলেন। তবে ‘আয়েশা’ তার প্রকৃত পরিচয় ও মোবাইল নম্বর দেননি। হত্যাকাণ্ডের পর সে স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায় এবং মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন জানিয়েছেন, হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে অভিযুক্তকে শনাক্ত করতে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থা তদন্ত চালাচ্ছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার তাদের গ্রামের বাড়ি নাটোরে দাফন করা হয়েছে। মামলার এজাহারে ‘আয়েশা’ একমাত্র আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top