১ লাখ গরু বিক্রির টার্গেট ডিজিটাল হাটে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ জুলাই ২০২১, ২৩:৫২
ডিজিটাল হাটে এ বছর ১ লাখ গরু বিক্রির টার্গেট নেওয়া হয়েছে। রোববার (৪ জুলাই) অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল হাট উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।
কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ই-ক্যাব ডিজিটাল হাট বসাবে। মেয়র বলেন, ‘গত বছর তিন সপ্তাহে ডিজিটাল হাটে ২৭ হাজার গরু বিক্রি হয়েছে। এবার ১ লাখ বিক্রির টার্গেট। এক লাখ বিক্রি করতে পারলে ৫ লাখ লোক গরুর হাটে যাবে না।
এছাড়া, মানবসেবা প্ল্যাটফর্মে চামড়া বিক্রি করে মানুষের মধ্যে টাকা বিলি করা যাবে। এবার স্টোর পদ্ধতি চালু হয়েছে। গ্রাহক যখন গরু পেয়ে যাবেন, তখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা রিলিজ হবে।’
তিনি আরো বলেন, ‘এ বছর ১ হাজার গরুকে আমাদের নির্ধারিত স্লাটার হাউজে (জবাইখানায়) কোরবানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। যারা ১০ জুলাইয়ের মধ্যে কোরবানির গরু কিনে বুকিং দেবে তাদের কোরবানি মাংস আমরা বাসায় পৌঁছে দেব।’
ডিজিটাল হাটের চ্যালেঞ্জ মনে করিয়ে মেয়র বলেন, ‘ডিজিটাল হাটে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। যেমন গতবার চ্যালেঞ্জ এসেছে টাকা দেওয়ার পর গরু যদি খারাপ হয় তাহলে কাকে ধরব? এটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের স্ক্রো পদ্ধতি দিয়েছে। স্ক্রো পদ্ধতি হলো আপনি গরু কিনবেন আপনার টাকায় কিন্তু বিক্রেতা সরাসরি পাবে না। এটি বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাকাউন্টে যাবে। আপনি যখন নিশ্চিত করবেন আপনি গরুটা পেয়েছেন এবং গরু ঠিক আছে তারপরই টাকা ছাড় হবে। এই স্ক্রো পদ্ধতিতে নতুন প্লাটফর্মে কাজে লাগবে।’
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গরু বিক্রি ডিজিটাল হাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।