সরকারি অফিসের কাজ ভার্চুয়ালি করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ০২:০০
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধে সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো অনলাইনে (ই-নথি, ই-টেন্ডারিং, ই–মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (১১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান বিধি-নিষেধে নির্দেশনা দেওয়া হয়েছে যে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।
দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সব জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে। এক্ষেত্রে সব সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই–মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনাভাইরাসের ভার্চুয়ালি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।