শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

করোনা টিকার নিবন্ধনে বয়সসীমা করা হবে ১৮ বছর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ০১:১৯

করোনা টিকার নিবন্ধনে বয়সসীমা করা হবে ১৮ বছর

করোনাভাইরাসের টিকা নেওয়ার জন‌্য নিবন্ধনের বয়সসীমা ১৮ বছরে নামিয়ে আনার চিন্তা করা হচ্ছে বলে। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল‌্যাণ মন্ত্রী জাহিদ মালেক।এসব তথ্য জানান।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেছেন, ‘নিবন্ধনের বয়সসীমা কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এ ব্যাপারে সরকারকে পরামর্শ দিয়েছে। আমরা চিন্তা করছি, এটা কমিয়ে আনার। এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত আসবে।’

তিনি আরো বলেন, ‘নিবন্ধনের বয়সসীমা ১৮ বছর করার যুক্তি হলো—আমরা আমাদের ছেলেমেয়েদের স্কুল-কলেজে পাঠাতে চাই। শিক্ষকদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের জীবনের একটি বছর নষ্ট হয়েছে। তারা স্কুল-কলেজে যেতে পারছে না। এটি দেশের জন্য, জাতির জন্য ঝুঁকি হয়ে যাবে। সেজন্য এই বয়সীদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছি।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top