৪ দিন বন্ধ থাকবে টিকাদান কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জুলাই ২০২১, ২২:১৬

৪ দিন বন্ধ থাকবে টিকাদান কার্যক্রম

ঈদুল আজহার ছুটির কারণে দেশে চার দিন বন্ধ থাকবে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম। অর্থাৎ মঙ্গলবার (২০ জুলাই) থেকে বন্ধ থাকছে শুক্রবার (২৩ জুলাই) পর্যন্ত বন্ধ থাকবে টিকাদান কার্যক্রম।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক জানান, আজ থেকে ৩ দিনের ঈদের ছুটি শুরু হয়েছে। তার পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকছে। এই ৪ দিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। আগামী শনিবার আবার টিকা কার্যক্রম শুরু হবে।

এদিকে, দেশে টিকার সরবরাহ বাড়তে থাকায় সোমবার (২০) থেকে ৩০ বছর বা তার বেশি বয়সী সবাইকে টিকার জন্য নিবন্ধন করার সুযোগ দেওয়া হয়েছে, এতদিন যা ৩৫ বছর ছিল।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top