করোনায় আরও ২১২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ০২:৫৬
-2021-07-30-18-56-01.jpg)
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ২১২ জন প্রাণ হারিয়েছেন। একই সময় রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮৬২ জন।
এছাড়া দেশে ২৭ জুলাই সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু এবং ২৮ জুলাই রেকর্ড ১৬ হাজর ২৩০ জন রোগী শনাক্ত হয়।
শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৫৬৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৪৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৮ হাজার ৯১৪টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৬৭ জনের।
এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন।
নতুন পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: করোনা ২১২ জনের মৃত্যু
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।