দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড ২৬৪ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২১, ০২:৪৭

দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড ২৬৪ জন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৬৪ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৯০২ জনে। দেশে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু।

একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে। বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন। মৃত ২৬৪ জনের মধ্যে পুরুষ ১৪০ ও নারী ১২৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯০, বেসরকারি হাসপাতালে ৫৫ এবং বাড়িতে ১৫ জনের মৃত্যু হয়।

বিভাগওয়ারি হিসাব অনুযায়ী মৃতদের মধ্যে, ঢাকার ৮৭ জন, চট্টগ্রামের ৫৬ জন, রাজশাহীর ১৯ জন, খুলনার ৩৫ জন, বরিশালের ১৬ জন, সিলেটের ২৩ জন, রংপুরের ১৮ জন এবং ময়মনসিংহের ১০ জনের হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top