দেশে করোনা পরিস্থিতি
করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৪১ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২১, ০৩:২২
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৪১ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ২২ হাজার ৬৫২ জনে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ২৯৯ জন। ফলে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে।
রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৬২৭ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জনে। এখন পর্যন্ত সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ।
বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে মৃত ২৪১ জনের মধ্যে, ঢাকা বিভাগের ১০৫ জন, চট্টগ্রামের ৫৯ জন, রাজশাহীর ১২ জন, খুলনার ৩০ জন, বরিশালের ১২ জন, সিলেটের বিভাগে ৭ জন, রংপুরের ১০ জন এবং ময়মনসিংহর বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনাভাইরাস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।