জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রীর বাণী

জাতির পিতা হত্যার ষড়যন্ত্রকারীরাও বের হয়ে আসবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২১, ০৮:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতির পিতা হত্যার ষড়যন্ত্রের পেছনে কারা ছিল, একদিন সেটাও বের হয়ে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'জাতির পিতার হত্যার বিচারের রায় কার্যকর করা হয়েছে। আশা করি, জাতির পিতার হত্যার ষড়যন্ত্রের পেছনে কারা ছিল সেটাও একদিন বের হয়ে আসবে। '

বাণীতে বঙ্গবন্ধু কন্যা বলেন, 'ঘাতক-চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী চক্রের যে কোনো অপ-তৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, 'জাতীয় চার নেতা হত্যার বিচারও শেষ হয়েছে। একাত্তরের মানবতা বিরোধী-যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হচ্ছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ নির্মূলে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের সুযোগও বন্ধ হয়েছে। '

জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'তার আত্মত্যাগের মহিমা এবং দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ আমাদের কর্মের মাধ্যমে প্রতিফলিত করে সবাই মিলে আসুন বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। জাতীয় শোক দিবসে এই হোক আমাদের সুদৃঢ় অঙ্গীকার। '

বাণীতে ১৫ আগস্টের সব শহীদকে সশ্রদ্ধচিত্তে স্মরণ এবং মহান আল্লাহর দরবারে তাদের রূহের মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top