সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ক্যাপ্টেন নওশাদ কোমায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২১, ১৮:৫২

আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ক্যাপ্টেন নওশাদ কোমায়

মধ্য আকাশে হার্ট অ্যাটাকের শিকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম কোমায় আছেন, তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। হার্ট অ্যাটাকের পর তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে তিনি ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের সার্জিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এসআইসিইউ) ভেন্টিলেশনে আছেন। ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রোশান ফুলবান্ধে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ক্যাপ্টেন নওশাদ কোমায় আছেন। তার অবস্থা গুরুতর। প্রথমে হার্ট অ্যাটাক হয়েছিল ক্যাপ্টেন নওশাদের। তার হার্টের এনজিওগ্রাম করা হলে ২টি রক্তনালীতে ব্লক পাওয়া যায়। তবে মাত্র ৬০-৭০ ভাগ। যা প্রায় স্বাভাবিক। এরপর তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি আনরেসপনসিভ এবং আনকনশাস (কোন সাড়া দিচ্ছেন না, সম্পূর্ণ অচেতন) অবস্থায় আছেন।’

নওশাদ ও তার ফার্স্ট অফিসারের কারণে ওমান থেকে ঢাকার উদ্দেশে আসা ১২৪ যাত্রীর জীবন রক্ষা পেয়েছে। তবে এটি প্রথম নয়। ৫ বছর আগে এভাবেই আরও ১৪৯ যাত্রী আর ৭ ক্রু’র জীবন বাঁচিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন ক্যাপ্টেন নওশাদ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top